করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ তিনটি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে থাইল্যান্ড। বাকি দেশ দুটি হচ্ছে পাকিস্তান ও নেপাল। থাইল্যান্ডে করোনার ভারতীয় ধরন শনাক্তের পর এমন সিদ্ধান্ত নিল ব্যাংকক।
থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ কথা জানায়। এর আগে ১ মে ভারত থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেয় থাই কর্তৃপক্ষ।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংরেত আজ সোমবার বলেন, থাইল্যান্ডের নাগরিক ছাড়া বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের থাই দূতাবাস থেকে নতুন কোনো ভিসা অনুমোদন দেওয়া এখন থেকে স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে।
এদিকে আজ সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ চারটি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনসিইএমএ) পক্ষ থেকে টুইট করে এ তথ্য জানানো হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে গত শনিবার থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। দেশটি বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে এ নিষেধাজ্ঞা দেয়।