বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নিচ্ছে দেশটি। ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজে আটকে পড়া শিক্ষার্থীদের নিয়ে আজ শুক্রবার এয়ার ইন্ডিয়ার প্রথম ফ্লাইটটি শ্রীনগরের উদ্দেশে ছেড়ে যায়। বিমানবন্দরে তাঁদের বিদায় জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইটে তাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়া হবে। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ জন যাত্রী বহন করা হবে। বাকি ফ্লাইটগুলোর মধ্যে ৯ ও ১১ মে যাবে দিল্লি, শ্রীনগরে যাবে ১২ ও ১৩ মে, মুম্বাই যাবে ১০ মে এবং চেন্নাই যাবে ১৪ মে।
বিমানবন্দরে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী ফিরে যাওয়া ভারতীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফেরার শুভকামনা জানিয়ে হাইকমিশনার বিদেশে ভারতীয় নাগরিকদের কল্যাণে দেশটির সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তরুণ শিক্ষার্থীরা ঈদের আগে বাড়ি ফিরতে পারায় হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের ভারতে পৌঁছানোর পর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন। শিক্ষার্থীরা তাঁদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য হাইকমিশনকে ধন্যবাদ জানান।
ভারত সরকার করোনা মহামারির কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ‘বন্দে ভারত মিশন’ নামের প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে। এই ভারতীয় নাগরিকদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা চাকরি, পড়াশোনা বা ইন্টার্নশিপ, পর্যটন, ব্যবসাসহ বিভিন্ন কারণে লকডাউনের আগে বিভিন্ন দেশে গিয়েছিলেন। এ ছাড়া রয়েছেন অন্যান্য ভারতীয় নাগরিক, যাঁদের চিকিৎসাসংক্রান্ত জরুরি পরিস্থিতি বা পরিবারের সদস্যের মৃত্যুজনিত কারণে ভারত সফর অনিবার্য।