>১৮৭৮ সালে প্রতিষ্ঠিত বাগেরহাটের বহুমুখী কলেজিয়েট স্কুলের পুরোনো দ্বিতল ভবন ভেঙে ফেলা হচ্ছে। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ বহু ইতিহাসের সাক্ষী এই ভবন নির্মিত হয় ১৮৯৮ সালে। পুরোনো এই ভবন ভেঙে এখানে নির্মাণ করা হবে নতুন একাডেমিক ভবন।
স্কুল ভবনভেঙে ফেলা হচ্ছে ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত বাগেরহাটের বহুমুখী কলেজিয়েট স্কুলের পুরোনো দ্বিতল ভবনমুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ বহু ঘটনার সাক্ষী এই ভবনএখানে নির্মাণ করা হবে নতুন একাডেমিক ভবনপুরাতন হল রুমভাঙা অংশ দিয়ে দেখা স্কুলভেঙে ফেলা ভবনের একাংশ