বিপিএলে বরিশাল বুলসের মালিক ও খেলোয়াড়দের স্বাগত জানিয়ে বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা ও সমাবেশে জাতীয় দলের খেলোয়াড় শাহরিয়ার নাফিস, সোহাগ গাজীসহ বরিশালের ক্রীড়াবিদ, তরুণ ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
গতকাল বৃহস্পতিবার বেলা একটায় নগরের জিলা স্কুল থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনীকুমার হল চত্বরে এসে শেষ হয়। বেলা দেড়টায় সেখানে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হয় সমাবেশ।
শোভাযাত্রায় নেতৃত্ব ও সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল বুলসের বিভাগীয় আহ্বায়ক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এখানে শুভেচ্ছা বক্তব্য দেন বরিশাল বুলসের স্বত্বাধিকারী এম এ আউয়াল চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় দলের খেলোয়াড় শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী, বরিশাল বুলসের বিভাগীয় সদস্যসচিব গাজী নঈমুল হোসেন। এ ছাড়া বিভাগের ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা।
শাহরিয়ার নাফিস ও সোহাগ গাজী বলেন, শুধু শোভাযাত্রা নয়, বরিশালবাসীকে ক্রিকেট খেলার সঙ্গে থাকতে হবে। আজকে যেভাবে বরিশাল বুলসকে স্বাগত জানানো হয়েছে, সেভাবে খেলা চলাকালেও যেন বরিশালবাসী তাঁদের পাশে থাকে, সেই আহ্বান জানান এই দুই খেলোয়াড়।
বরিশাল বুলসের স্বত্বাধিকারী এম এ আউয়াল চৌধুরী বলেন, ‘বরিশালবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে অভিভূত হয়েছি। বরিশালবাসীকে খেলোয়াড়েরা আশাহত করবে না। এবার বিপিএল ক্রিকেটে বরিশাল বুলস চ্যাম্পিয়ন হবে।’