চার পুলিশ সদস্যসহ বরিশাল জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৮ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮৮ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হলো।
জেলা প্রশাসন সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল নগরের চাঁদমারি এলাকার ৩৫ বছরের এক নারী ও কাজীপাড়া এলাকার ৫৫ বছরের এক ব্যক্তি, বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার ২৮ বছরের এক যুবক ও বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকার ৬০ বছরের এক ব্যক্তি আছেন।
এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারজন সদস্য নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত মঙ্গলবার থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১২ জন ও তাদের পরিবারের আরও তিনজন মিলিয়ে মোট ১৫ জন করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, আক্রান্ত চারজন পুলিশ সদস্যের মধ্যে বরিশাল কোতোয়ালি মডেল থানার একজন এসআই, দুজন এএসআই এবং উপপুলিশ কমিশনারের (উত্তর) কার্যালয়ের কনস্টেবল আছেন। তাদের পুলিশ হাসপাতালে নিয়ম অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।