বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে মারা যাওয়া বরগুনার পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবা উদ্দিন (৫৪) করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুর পর প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে করোনা ‘পজিটিভ’ এসেছে। আজ মঙ্গলবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। মেজবা উদ্দিন বরগুনা জেলার আমতলী থানার এসআই ছিলেন।
বরগুনা জেলা পুলিশের সূত্র জানায়, এসআই মেজবা উদ্দিন কর্তব্যরত অবস্থায় গত শুক্রবার (২৬ জুন) অসুস্থ বোধ করলে প্রথমে তাঁকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন শনিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সোমবার বিকেলে সেখানে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পরপরই বিকেল পৌনে পাঁচটার দিকে মারা যান তিনি। সোমবার রাতেই নমুনা পরীক্ষার প্রতিবেদনে মেজবা উদ্দিনের করোনা ‘পজিটিভ’ আসে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বাকির হোসেন বলেন, হাসপাতালে ভর্তির সময় রক্তে অক্সিজেনের পরিমাণ কম থাকায় মেজবা উদ্দিনের তীব্র শ্বাসকষ্ট ছিল। অক্সিজেন দেওয়া হলেও কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
আমতলী থানা সূত্র জানায়, মেজবা উদ্দিন জেলা আর্মড পুলিশে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে আমতলী থানায় সংযুক্ত করা হয়। তাঁর বাড়ি পিরোজপুরের শঙ্করপাশা ইউনিয়নের বাদুড়া গ্রামে। সোমবার দিবাগত রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে তাঁকে দাফন করা হয়।