ফেনী

বন্ধ কারখানার চৌবাচ্চায় মিলল মাদ্রাসাশিক্ষকের লাশ

ফেনীর চাড়িপুর বিসিক শিল্পনগরীর একটি বন্ধ কারখানার চৌবাচ্চা থেকে এক মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. জাকারিয়া (৪৭)। তিনি ফেনী সদর উপজেলার বারাহিপুর হাজারী রোডের মৃত মো. ওবায়দুল হকের ছেলে। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি একটি মসজিদের ইমাম ছিলেন জাকারিয়া। আজ মঙ্গলবার দুপুরে তাঁর লাশ উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, যে কারখানায় জাকারিয়ার লাশ পাওয়া গেছে, সেটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ওই বন্ধ কারখানার তৃতীয় তলায় জাকারিয়া কবুতর পালন করে আসছিলেন। গত সোমবার সন্ধ্যা থেকে জাকারিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করেন। এর মধ্যেই সকালে বন্ধ কারখানাটির একটি চৌবাচ্চায় উপুড় হয়ে পানিতে ডুবে থাকা অবস্থায় তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এ বিষয়ে থানায় অবহিত করা হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, কারখানার তৃতীয় তলায় কবুতরের খাদ্য দিয়ে নিচে নামার সময় ভারসাম্য হারিয়ে সিঁড়ি থেকে চৌবাচ্চায় পড়ে যান জাকারিয়া। উপুড় হয়ে পড়ার পর পানি থেকে আর তিনি উঠতে পারেননি।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।