নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অস্ত্র মামলায় এক যুবককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তির নাম নাজমুল হক (২৯)। তিনি আড়াইহাজার উজেলার শরীয়তপুর এলাকার বাসিন্দা। একটি বিদেশি বন্দুক, দুটি গুলি ও একটি ধারালো রামদা রাখার কারণে নাজমুলকে এই সাজা দেওয়া হয়েছে।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) জাসমিন আহম্মেদ বলেন, এই মামলায় বাদীসহ পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ মে রূপগঞ্জের মোটেরঘাট ভূমি অফিসের পেছন থেকে একটি বিদেশি বন্দুক, দুটি গুলি ও একটি ধারালো রামদা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে এই অস্ত্র তাঁর বলে স্বীকার করেন নাজমুল। এ ঘটনায় নাজমুলকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা করে পুলিশ।