বজলুল হুদার ভাতিজা আতাউল রিমান্ডে

আওয়ামী লীগের সাংসদ ফজলে নূর তাপসকে হত্যাচেষ্টার মামলায় বঙ্গবন্ধুর খুনি মেজর (অব.) বজলুল হুদার ভাতিজা আতাউল হুদাকে চার দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া মামলায় আর্টিলারি লেফটেন্যান্ট কর্নেল (অব.) মহিউদ্দিনের দুই ছেলে নাজমুল হাসান সোহেল ও মাহবুবুল হাসান ইমরান এবং ফিডম পার্টির সদস্য আবদুর রহিমকে আরও এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী এ আদেশ দেন।গতকাল ডিবি পুলিশ বঙ্গবন্ধুর খুুনি মেজর ডালিমের ভাই কামরুল হক স্বপন, শেখ সফিউল্লাহ সফুসহ এই চারজনকে আদালতে হাজির করেন। কামরুল হক ও সফিউল্লাহর বিরুদ্ধে রিমান্ড আবেদন না থাকায় আদালত দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।ডিবি পুলিশ আসামি নাজমুল হাসান, মাহবুবুল হাসান ও আবদুর রহিমকে গতকাল তিন দফা রিমান্ড শেষে আরও তিন দিন রিমান্ডের আবেদন করলে আদালত এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। পরে একই আদালতে আতাউল হুদাকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ।আদালত আতাউল হুদাকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। আইনজীবীরা পৃথকভাবে প্রত্যেকের জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়া গ্রাম থেকে আতাউল হুদাকে গ্রেপ্তার করা হয়। আতাউল বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি মেজর (অব.) বজলুল হুদার চাচাতো ভাই রবিউল হুদার ছেলে। তিনি উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য।গত ২১ অক্টোবর রাতে রাজধানীর মতিঝিলে ঢাকা-১২ আসনের সাংসদ তাপসকে লক্ষ্য করে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন। এ ঘটনায় পরের দিন তাপস মতিঝিল থানায় মামলা করেন।