বছরে ৬-৭ লাখ বাংলাদেশি রোগী ভারতে যায়

ভারতীয় চিকিৎসকেরা বলেছেন, প্রতিবছর বিদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ২২ শতাংশ বাংলাদেশি। আর বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন, বছরে ৬ থেকে ৭ লাখ রোগী ভারতে চিকিৎসা নিতে যায়।
গতকাল শনিবার রাজধানীর গুলশানের কমিউনিটি ক্লাবে বাংলাদেশি রোগীদের ভারতে চিকিৎসা সহায়তা উদ্যোগ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। কেয়ারিং ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভারতের পিএসআরআই হাসপাতালের পরিচালক দীপক শুক্লা বলেন, ভারতের চিকিৎসার মান বিশ্বমানের। পৃথিবীর বহু দেশ থেকে রোগীরা আধুনিক ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসা নিতে ভারতে আসেন। প্রতিবছর যত রোগী বিদেশ থেকে ভারতে আসে, তার ২২ শতাংশ বাংলাদেশের।
অনুষ্ঠানে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাসকিন আহমেদ ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রতিবছর ১০ থেকে ১২ লাখ লোক ভারত ভ্রমণে যায়। এদের ৬০ শতাংশ অর্থাৎ ৬ থেকে ৭ লাখ লোক যায় চিকিৎসার জন্য।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান ইজি গ্রুপ ও ভারতের ব্যবসায়ী প্রতিষ্ঠান উড়ান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগ কেয়ার ইন্ডিয়া। বাংলাদেশি রোগীদের ভিসা পাওয়ায় সহায়তা থেকে শুরু করে হাসপাতালে ভর্তিসহ নানা ধরনের সহায়তা তারা দেবে।
কেয়ার ইন্ডিয়ার পরিচালক ও সাবেক বিএনপির নেতা জহিরউদ্দিন স্বপন বলেন, কেয়ার ইন্ডিয়া শুধু ভারতে বাংলাদেশি রোগী পাঠাবে না, ভারতের উন্নত চিকিৎসাপ্রযুক্তি বাংলাদেশে আনার চেষ্টা করবে।