বগুড়ায় করোনা শনাক্ত হওয়ার ৬৪ দিনের মাথায় সংক্রমিত মানুষের সংখ্যা ছাড়াল ৫০০। গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১৭।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তি রয়েছেন ৬৪ জন। আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। বাড়িতে থেকে করোনামুক্ত হয়েছেন ২০ জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। করোনা পজিটিভ হয়ে মারা গেছেন দুজন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সর্বশেষ নমুনা পরীক্ষায় আরও ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়ার ৪২ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান রাতে জানান, এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৬৭৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। তাতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৫১৭ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার মধ্যে বগুড়া শহরে সর্বোচ্চ ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া শাজাহানপুরে ৩৪ জন, গাবতলীতে ৩৪, কাহালুতে ১৭, শেরপুরে ৩৮, শিবগঞ্জে ৯, আদমদীঘিতে ১২, সারিয়াকান্দিতে ২৩, সোনাতলায় ১১, দুপচাঁচিয়ায় ১৩, ধুনটে ১৪ ও নন্দীগ্রাম উপজেলায় ৮ জন আছেন।
জেলায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৩ এপ্রিল। ঈদের আগে গত ২০ মে পর্যন্ত ৫৬ দিনে শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল ১১২। শেষ ১৫ দিনে শনাক্ত হয়েছেন ৪০৫ জন।