দেশের পোশাক শিল্পের নিজস্ব ব্রান্ড সারা লাইফস্টাইল লিমিটেড তাদের প্রথম শাখার উদ্বোধন করেছে। শনিবার রাজধানীর মিরপুরে ৬ নম্বর সেকশনে ওই শাখার উদ্বোধন করা হয়।
সারা বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্নোটেক্স আউটওয়্যার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। ভিডিও প্রেজেন্টেশন, ফ্যাশন শো, কেক কাটাসহ নানা জমকালো আয়োজন দিয়ে সাজানো এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের ও সারা যাকের। ছিলেন সারা লাইফস্টাইল লিমিটেড ও স্নোটেক্স আউটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
সামর্থ্যের মধ্যে গুণগত মানের পোশাক ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সারা লাইফস্টাইল নতুন এই আউটলেটে এনেছে শিশু, নারী, পুরুষ সবার জন্য রয়েছে আকর্ষণীয় বাহারী সব পোশাক। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ দেশের বিভিন্ন জেলায় সারা লাইফস্টাইল অচিরেই কয়েকটি শাখা খুলবে। বিজ্ঞপ্তি।