ফেসবুকে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে পোস্ট, আইনজীবীকে তলব

সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

ফেসবুকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ চেয়ে অবমাননাকর পোস্ট দেওয়ায় সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে তলব করেছেন আপিল বিভাগ।

আশরাফুল ইসলাম নামের ওই আইনজীবীকে ব্যাখ্যা জানাতে আগামী ৮ আগস্ট সকাল সাড়ে নয়টায় আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের ভার্চ্যুয়াল আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত বলেন, ‘তিনি ফেসবুকে যে স্টেটমেন্ট দিয়েছেন, তা মারাত্মক অবমাননাকর। স্টেটমেন্টে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টকে সরাসরি আঘাত করা হয়েছে।’

ফেসবুকে দেওয়া ওই পোস্টের বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। শুনানি নিয়ে আদেশ দেওয়া হয়। একই সঙ্গে ৮ আগস্ট পর্যন্ত আইনজীবী আশরাফ কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশে বলা হয়। এ ছাড়া আশরাফের ফেসবুক থেকে ওই পোস্ট সরাতে এবং তাঁর নামে থাকা ফেসবুক অ্যাকাউন্টগুলো ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘প্রধান বিচারপতির পদত্যাগ ও সমালোচনা করে বুধবার ফেসবুকে পোস্ট দেন আইনজীবী আশরাফ, যা কয়েকজন আইনজীবী আমাকে দেখান। বিষয়টি আদালতের নজরে আনা হলে এ ধরনের কর্মকাণ্ডে আদালত উষ্মা প্রকাশ করেন। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা জানাতে আইনজীবী আশরাফকে ৮ আগস্ট সাড়ে ৯টায় আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।’