বগুড়া সদর উপজেলার ধাওয়াকোলা এলাকায় নার্সারিতে ফুটেছে হরেকরকম ফুল। ছবিতে এরই একঝলক। নার্সারি থেকে বাহারি ফুলের ছবি তুলেছেন সোয়েল রানা।
নার্সারির খেত পরিচর্যা করছেন এক ব্যক্তি। পাশেই ফুটে আছে বাহারি ফুল।বড় বড় গোলাপ ফুল। তাই নার্সারির ব্যবসায়ীরা নাম দিয়েছেন তাজমহল গোলাপ। তাই তো ঐতিহাসিক মহাস্থান এলাকাকে ঘিরে প্রায় শতাধিক নার্সারি গড়ে উঠেছে। সেখানে ফুলগাছ, ফলগাছ ও মৌসুমি ফুল বিক্রির হিড়িক পড়েছে। সেখানে ড্রপ সালভিয়া ফুলগাছ পরিচর্যা করছেন রাব্বী হাসান।গোলাপগাছে কলম করছেন শিহাব রহমান। পাশেই ফুটে আছে বাহারি চন্দ্রমল্লিকা ফুল।মাঠজুড়ে শোভা পাচ্ছে বাহারি স্টার ফুল।ফুটে আছে ড্রপ সালভিয়া ফুল। প্রতিটি গাছ ১০-১৫ টাকায় বিক্রি হয়।গোলাপ ফুল কিনে নার্সারি থেকে ফিরছেন ফুল ব্যবসায়ী আজিজুর রহমান। শহরে নিয়ে ফেরি করে এসব ফুল বিক্রি করবেন।