রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যানে স্থাপন করা হচ্ছে মেট্রোরেল প্রকল্পের সাইট অফিস। মেট্রোরেলের কাজ নির্ধারিত সময়ে শেষ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাই বলা যায়, অনির্দিষ্টকালের জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে পার্কটিতে। পার্কের ভেতর তৈরি হচ্ছে বিভিন্ন স্থাপনা। এর ফলে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে মাটি ও আবর্জনার স্তূপ। পার্কের বেশ কিছু গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে, ঝুঁকিতে আছে অন্যান্য গাছ। ছবিগুলো শুক্রবারের।