ফণীর প্রভাবে ঝড়-বৃষ্টি

>

ঘূর্ণিঝড় ফণীর প্রভাব শুরু হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে। ইতিমধ্যে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ অঞ্চলে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঘূর্ণিঝড়টি এখন গভীর নিম্নচাপে রূপ নিয়েছে।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে আজ ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে। বিপাকে পড়েছে বিদ্যালয়গামী শিক্ষার্থীরা। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ৪ মে। ছবি: মঈনুল ইসলাম
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে আজ ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে। বিপাকে পড়েছে বিদ্যালয়গামী শিক্ষার্থীরা। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ৪ মে। ছবি: মঈনুল ইসলাম
রংপুরে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। কাজ তো আর থেমে থাকে না। তাই বৃষ্টির মধ্যেই সাইকেলে করে ছুটছেন একজন কর্মজীবী। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ৪ মে। ছবি: মঈনুল ইসলাম
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে হওয়া বৃষ্টিতে জনজীবন বিঘ্নিত হচ্ছে। সাতমাথা, বগুড়া, ৪ মে। ছবি: সোয়েল রানা
বৃষ্টি থেকে নিজেকে রক্ষার চেষ্টা। সাতমাথা, বগুড়া, ৪ মে। ছবি: সোয়েল রানা
বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। রিকশা চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। সাতমাথা, বগুড়া, ৪ মে। ছবি: সোয়েল রানা
বৃষ্টির মধ্যে কর্মজীবী মানুষের ছুটে চলা। সাতমাথা, বগুড়া, ৪ মে। ছবি: সোয়েল রানা
বৃষ্টি থেকে বাঁচতে শরীরে পলিথিন জড়িয়ে নিয়েছেন এক নারী। সাতমাথা, বগুড়া, ৪ মে। ছবি: সোয়েল রানা