আজ বৃহস্পতিবার বই বিক্রির প্ল্যাটফর্ম প্রথমা ডটকমের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সপ্তম তলায় একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কবি ও প্রাবন্ধিক সোহরাব হাসান, কথাসাহিত্যিক আনিসুল হক, লেখক মুনীর হাসান, পল্লব মোহাইমেন, অনুবাদক ও প্রাবন্ধিক জাভেদ হুসেন, প্রথমা ডটকমের ইনচার্জ রাসেল রায়হানসহ প্রথম আলোর কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে রাসেল রায়হান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রথমা ডটকমের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী একটি নতুন সময়ের সূচনা করেছে। এই মহামারিকালে প্রথমা ডটকম পাঠককে সব রকম সহায়তা দিতে প্রস্তুত। তিনি বলেন, ‘মহামারির কারণে আমরা লেখকদের আমন্ত্রণ জানাতে পারিনি। ভবিষ্যতে লেখক–পাঠকদের নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে।’
প্রথমা ডটকমের জন্য শুভকামনা জানিয়ে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশে বইয়ের বাজার অনেক বড়। সেই বাজারকে আরও প্রসারিত করছে অনলাইন বই বিক্রির প্ল্যাটফর্ম। আমি আমার “রক্তে আঁকা ভোর” বইটি দিয়েই এর প্রমাণ পেয়েছি।’ প্রথমা ডটকমকে আরও এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন তিনি।
এরপর একে একে প্রথমা ডটকমকে শুভেচ্ছা জানান সোহরাব হাসান, মুনীর হাসান, পল্লব মোহাইমেন, সাইদুজ্জামান রওশন, আবুল বাসার, আলতাফ শাহনেওয়াজ, মাহফুজ রহমান, সাইফুল্লাহ রিয়াদ প্রমুখ।
সবার শেষে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রথমা ডটকম ভালো করছে। আমাদের আরও এগিয়ে যেতে হবে। আরও ভালো করার জন্য যা যা করতে হয়, আমরা করব।’ প্রথমা ডটকমের জন্য সবার সমর্থন চান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাভেদ হুসেন উর্দু ভাষার কবি কাইফি আজমির ‘বাংলাদেশ’ কবিতাটি আবৃত্তি করে শোনান। এরপর প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।