প্রত্যেকের বাসাবাড়িতে ইটিপি প্ল্যান্ট বসানো জরুরি

গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যাগে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে ‘একটাই পৃথিবী’ শিরোনামে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয় ২ জুন ২০২২। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম
আতিকুল ইসলাম

আতিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, প্রকৃতিকে আমরা ধ্বংস করছি। প্রকৃতি এর প্রতিশোধ নিচ্ছে। দখল ও দূষণ দুটিই একসঙ্গে চলছে। জাতিসংঘে একটি মেয়র ফোরাম আছে। সেই ফোরামে আমি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান। লন্ডনের মেয়র হলো চেয়ারম্যান। সারা বিশ্ব থেকে সাতজন মেয়র অংশগ্রহণ করেছিলেন। এশিয়া থেকে আমি প্রতিনিধিত্ব করেছি। কথা বলার জন্য এটা ছিল অনেক বড় প্ল্যাটফর্ম।

সেখানে আমি তিনটি সি–এর কথা বলেছি। কোভিড, ক্লাইমেট চেঞ্জ ও কনফ্লিক্ট। তারা এটাকে খুব প্রশংসা করেছে। তিনটি সি–কে তারা মূল্য দিচ্ছে।

মেয়র ফোরামে আমি বলেছি, প্রতিদিন ঢাকা শহরে দুই হাজার মানুষ আসছে। সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। উপকূলের মানুষ সহায়–সম্বল হারিয়ে ঢাকা শহরে আসে।

তাদের সন্তানদের বাল্যবিবাহ হচ্ছে। আমি শহরের আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করার কথা বলেছি। জলবায়ু তহবিলের ৫০ শতাংশ শহরে বিনিয়োগ করার কথা বলেছি। ২০৫০ সালে ৭০ শতাংশ মানুষ শহরে বাস করবে।

ঢাকা শহরের খাল-বিল ও নদীতে মাছের চাষ হওয়ার কথা; কিন্তু সেখানে মশার চাষ হচ্ছে। ঢাকার লাউতলা খাল দখল করে বুড়িগঙ্গায় সংযোগ দিয়েছি। এটা উদ্ধার করতে ৫৪ দিন লেগেছে। এটা নিয়ে প্রথম আলোতে লিড নিউজ হয়েছিল। একজন বিদেশি আমাকে বলেছিলেন, পোস্টমর্টেমের আগেই তোমরা লাশ কবর দিয়েছ। এখন লাশ উঠিয়ে পোস্টমর্টেম করতে হচ্ছে।

হাতিরঝিলের মতো খালগুলো যদি আমরা বায়োডাইভার্সিটি করতে পারতাম, তাহলে আমাদের পরিবেশ অনেক সুন্দর হতো। অবৈধ দখলদারদের ভবনসহ যেকোনো ধরনের নির্মাণ ভেঙে ফেলব। বর্জ্য ফেলার জায়গা হিসেবে খাল ব্যবহার করা হচ্ছে। খাল সামনে রেখে বাড়ি বানাতে হবে—খাল ব্যবহার করতে হবে সৌন্দর্যবর্ধনের জন্য।

প্রত্যেকের বাসাবাড়িতে ইটিপি প্ল্যান্ট বসাতে হবে। আমি আমার নিজের বাড়িতেও বসিয়েছি। বারিধারা, গুলশানের বাসাবাড়ির ময়লাও সেখানকার জলাশয়ে যাচ্ছে।

সহজেই তারা ইটিপি করতে পারেন। নলেজ শেয়ার করতে হবে। মেয়রস ফোরামের মাধ্যমে কোন দেশে কী কাজ হচ্ছে, সেটি জানতে পারছি। একটিই পৃথিবী, এই পৃথিবীকে সুন্দর রাখতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

আতিকুল ইসলাম, মেয়র, ঢাকা উত্তর সিটি করপোরেশন