বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। প্রতিষ্ঠার ৪২ বছরে এসে এক কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দলটি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—দুজনই দুর্নীতির দায়ে দণ্ডিত।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। দুর্নীতির দুই মামলায় (জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট) মামলায় তাঁর ১৭ বছরের সাজা হয়।
দুই বছরের বেশি সময় কারাভোগের পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৫ মার্চ এক নির্বাহী আদেশে সাজা ৬ মাসের জন্য স্থগিত করে তাঁকে মুক্তি দেয় সরকার। ২৪ সেপ্টেম্বর সাজার স্থগিতের মেয়াদ শেষ হবে।
আর তারেক রহমানে লন্ডনে নির্বাসিত। এ পরিস্থিতিতে একদিকে খালেদা জিয়ার রাজনীতিতে ফেরা যেমন অনিশ্চিত, তেমনি লন্ডন থেকে তারেক রহমানের দেশে আসাটাও অনিশ্চিত।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি গঠন করেন।
৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় জিয়াউর রহমানের কবরে দলের স্থায়ী কমিটির সদস্যরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। বেলা সাড়ে তিনটায় দলের শীর্ষ নেতারা ভার্চ্যুয়াল আলোচনা সভায় অংশ নেবেন।