প্রতিমা তৈরির ব্যস্ততা

>সরস্বতী পূজা ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আড়ম্বরভাবে সরস্বতীপূজা অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতিই চলছে। সরস্বতী প্রতিমা বানাতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা। তাঁরা এবার ৫০টি বড় এবং ৪০টি ছোট প্রতিমা তৈরি করবেন বলে জানিয়েছেন। বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীরা শিল্পীদের কাছ থেকে প্রতিমা কিনছেন। দাম ১ হাজার ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। বৃহস্পতিবার জগন্নাথ হল থেকে।
খড় দিয়ে তৈরি হচ্ছে মূল প্রতিমার ভেতরের কাঠামো।
খড় দিয়ে তৈরি হচ্ছে মূল প্রতিমার ভেতরের কাঠামো।
প্রতিমা তৈরির মাটি প্রস্তুত করছেন একজন।
প্রতিমা তৈরিতে ব্যস্ত এক প্রতিমাশিল্পী।
বীণা হাতে দেবী সরস্বতী।
বড় প্রতিমার পাশাপাশি আছে ছোট প্রতিমাও।