পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব

>যোগ দাও, যুক্তির মেলায় শিরোনামে পুষ্টি–প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব হচ্ছে সারা দেশে। ঢাকার বাইরে ৪০টি অঞ্চলে হবে যুক্তির এ লড়াই। আঞ্চলিক পর্ব শেষে নভেম্বরে রাজধানী ঢাকায় আয়োজন হবে চূড়ান্ত পর্বের। সনাতনী ধারায় এ আয়োজন উপলক্ষে বৃহস্পতিবার কারওয়ান বাজারের সিএ ভবনের অডিটরিয়ামে কর্মশালা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালায় সনাতনী বিতর্কের সংজ্ঞা, বিতর্কের প্রয়োজনীয়তা, কেন বিতর্ক করব, দলগত কার্যক্রম ও স্ক্রিপ্টের ওপর আলোচনা হয়।
কর্মশালার সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।
কর্মশালার সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।
কর্মশালায় আসা শিক্ষার্থীরা।
কর্মশালায় আসা শিক্ষার্থীরা।
কর্মশালায় শিক্ষার্থীদের পাশাপাশি ছিলেন বিভিন্ন স্কুল বিতর্ক ক্লাবের মডারেটর ও অভিভাবকেরা।
কর্মশালায় সনাতনী বিতর্ক সম্পর্কে প্রশ্ন করছেন একজন শিক্ষার্থী।
কর্মশালা শেষে বিতর্ক নিয়ে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের কর্মশালা ও উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের কর্মশালা ও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন টি কে গ্রুপের পরিচালক (বিক্রয় ও বিপণন) মোহাম্মদ মোফাচ্ছেল হক।
সারা দেশে অনুষ্ঠিত হতে যাওয়া পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। কর্মশালা শেষে ‘তরুণেরা বর্তমানের, ভবিষ্যতের নয়’ বিষয়ে প্রীতি বিতর্ক হয়।
বিতর্কে বিচারক ছিলেন যুগ্ম সচিব আবু হেনা মোরশেদ জামান (মাঝে), সাবেক বিতার্কিক রাজিয়া রহমান জলি ও প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান রওশন।
প্রীতি বিতর্কে বিপক্ষ দল। বাঁ থেকে তন্ময় আহমেদ, ইসরাত জাহান নূর ইভা ও সাহিদা ফাতেমা।