বছরজুড়েই বাজারে কদর থাকে লালশাকের। কৃষকেরা লালশাক উৎপাদন করেন। লালশাকের কাণ্ড শক্ত হওয়ার আগেই বিক্রির উপযোগী হয়। চুপিনগর, শাজাহানপুর, বগুড়ার গ্রামীণ মাঠে এক সকালে লালশাক তোলা কিছু দৃশ্য।
রোদেলা সকালে গ্রামীণ মাঠে লালশাক তুলছেন নারীরা। দিনমান শাক তুলে মজুরি পান ২০০ থেকে ২৫০ টাকাটুকটুকে লালশাকলালশাকের খেতে ঘাস খাচ্ছে ছাগলমাঠে শাক তুলছেন কিষানিরাশাক তোলায় যোগ দিয়েছেন এক বৃদ্ধ নারীওশাক যাতে রোদে নষ্ট না হয়, এ জন্য চটের বস্তায় ঢেকে রাখাখেত থেকে শাক তুলে আঁটি বাঁধা হচ্ছেশাক তুলে ডালায় ভরা হয়েছে। সেগুলো ঢাকার বাজারে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরাভ্যানে ভরে দূর নেওয়ার প্রস্তুতি চলছে