পুলিশ সদস্যরা এখন থেকে অবসরে গেলেও রেশন পাবেন। এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন ২৯ জানুয়ারি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। অবসরের পর রেশনসুবিধা চেয়ে পরপর দুই দফা পুলিশ সপ্তাহে দাবি তুলেছিলেন বাহিনীর সদস্যরা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা রেশন পাবেন পরিবারের দুই সদস্যের জন্য। একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্ধ বা আতপ চাল ও আটা পাবেন ২০ কেজি, চিনি ও ডাল দুই কেজি করে এবং ভোজ্যতেল পাবেন সাড়ে ৪ লিটার। পরিবারের সদস্য একজন হলে রেশন সুবিধা পাবেন অর্ধেক।
যেসব পুলিশ সদস্য চলতি বছরের ১ তারিখ বা এরপর অবসরে গেছেন তাঁরা এই সুবিধা পাবেন। সন্তানদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে তাদের বয়স ২১ বছর হওয়া পর্যন্ত। অবিবাহিত মেয়ে, শারীরিক প্রতিবন্ধী সন্তান আজীবন এই সুবিধা পাবেন। স্বামী-স্ত্রী দুজনেই পুলিশ সদস্য হলে বা তাঁদের একজন রেশন সুবিধা আছে এমন কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে অবসরকালীন রেশন সুবিধা পাবেন না।