গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ১৭৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আজ বুধবার পর্যন্ত সারা দেশে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার পাঁচ হাজার ৫০৭ জন। এর মধ্যে ডিএমপিতে আক্রান্তের সংখ্যা এক হাজার ৭২৮ জন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশ বাহিনীতে আক্রান্ত পাঁচ হাজার ৫০৭ জন সদস্য বিভিন্ন ইউনিটে কর্মরত। আজ পর্যন্ত সারা দেশে পাঁচ হাজার ৫৩৮ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে (সঙ্গ নিরোধ) ছিলেন। এখন পর্যন্ত আইসোলেশনে (বিচ্ছিন্নকরণ) আছেন এক হাজার ৫৮৫ জন। গতকাল পর্যন্ত দুই হাজার ১০৬ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত পুলিশ বাহিনীতে যে ১৬ সদস্য মারা গেছেন তার মধ্যে ডিএমপিরই নয়জন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজিÑগণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা প্রথম আলোকে বলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশে আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থ করতে সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করা হয়েছে।