পুলিশের হেফাজতে রবিউল ও তার মা

অবশেষে শিশু রবিউল ইসলাম ও তার মাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে আনা হয় তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, ‘মহামান্য হাইকোর্ট আগামী রোববার রবিউলের মা ও তার পরিবারকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী তাদের আদালতে নেওয়া হবে। এর আগে তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হবে।’
রবিউলকে একটি মসজিদের সামনে ভিক্ষারত অবস্থায় দেখেছেন অনেকে, ছবিও আছে। এ ব্যাপারে নাসিমা বলেন, ‘আমার ছেলে বাইরে গেলে কেউ কিছু টাকা দেয়। আর মসজিদের সামনে যাইতেই পারে।’ রবিউলের ভাই রিয়াজ তাঁর মাকে বলেন, ‘টাকা তো তোলেই। এটা তো সত্য। সত্য কথা বলতে সমস্যা কী?’ প্রথম আলোতে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রতিবেদনটি আমলে নিয়ে ১৭ নভেম্বর রবিউলের মা বা তার পরিবারের সদস্যদের ২২ নভেম্বর আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন হাইকোর্ট।