পুরান ঢাকায় মার্কেটে আগুন

আগুন লাগার পর ভবনের বাসিন্দারা সবাই ছাদে উঠে যান।
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার নবাবপুর রোডের এস কে মার্কেটের দোতলায় বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ১০টার দিকে নবাবপুর এস কে মার্কেটের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা মো. রায়হান প্রথম আলোকে বলেন, এস কে বৈদ্যুতিক মার্কেট ভবনটি সাততলা। ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত বৈদ্যুতিক সরঞ্জামের গুদাম। পঞ্চম থেকে সপ্তম তলা পর্যন্ত আবাসিক। করোনায় মার্কেট বন্ধ আছে। বৈদ্যুতিক সরঞ্জামের গুদামে আগুন লাগার পর ধোঁয়া ছড়িয়ে পড়লে ওপরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে তাঁরা সবাই ছাদে আশ্রয় নেন। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর সবাই নির্বিঘ্নে নিচে নেমে আসেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।