পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হলো ষষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো আল-আরাফাহ ইসলামী ব্যাংক ষষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২০)। আজ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বিডিজেএসও চূড়ান্ত পর্বের বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে বিডিজেএসও ক্যাম্পে অংশ নেওয়া ১০০ জন শিক্ষার্থীর মধ্য থেকে ছয়জন চূড়ান্ত বিজয়ী এবং চারজন অনারেবল মেনশন পাওয়া শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, সহসভাপতি মুনির হাসান, আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কান্ট্রি কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিডিজেএসওর আঞ্চলিক পর্বে নিবন্ধন করেছিল ১০ হাজার শিক্ষার্থী। এদের মধ্য থেকে অনলাইন আঞ্চলিক পর্বে তিন হাজার শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর এই তিন হাজার শিক্ষার্থী অনলাইন জাতীয় পর্বে অংশগ্রহণ করে। জাতীয় পর্বে দেশের বিভিন্ন জেলা থেকে ১০০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর ১০০ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয় অনলাইনে ষষ্ঠ বিডিজেএসও ক্যাম্প। ক্যাম্প টেস্ট ও বিডিজেএসওর সব পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ছয়জনকে বিজয়ী হিসেবে বৃহস্পতিবার ঘোষণা করা হয়।

বিজয়ী ছয়জন হলো মহিমা রহমান (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট), হুমাইরা ফাইরুজ সারাহ (প্লেপেন স্কুল), কাজী নাদিদ হোসেন (খুলনা জিলা স্কুল), তালহা হাসিন বিন হারুন (খুলনা জিলা স্কুল), মেহেদী হাসান কানন (ময়মনসিংহ জিলা স্কুল) ও সাজিদ মোশাররফ (কাফকো স্কুল অ্যান্ড কলেজ)।

অনারেবল মেনশন পাওয়া চারজন শিক্ষার্থী হলো মারজান আফরোজ (উত্তরখান ইউনিয়ন উচ্চবিদ্যালয়), আয়মান আরীব যারিফ (স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল), খন্দকার ফারহান ইশরাক (ময়মনসিংহ জিলা স্কুল) ও মুহতাসিন আল ক্বাফি (বরিশাল ক্যাডেট কলেজ)। বিজয়ী শিক্ষার্থীরা প্রতিজন পাবে সাত হাজার টাকা এবং অনারেবল মেনশন পাওয়া শিক্ষার্থীরা প্রত্যেকে দুই হাজার টাকা পুরস্কার পাবে। এ ছাড়া বিজয়ী শিক্ষার্থীদের হাই পারফরম্যান্স ক্যাম্পের মাধ্যমে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে।

অনলাইন অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাপনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের চমৎকার একটি অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে। অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আহ্বায়ক মুনির হাসান।

প্রতিবছর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ছয় সদস্যের একটি পূর্ণাঙ্গ আইজেএসও বাংলাদেশ দল গঠন করার উদ্দেশ্যে আয়োজন করা হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। এ বছর করোনা পরিস্থিতির কারণে ডিসেম্বরে জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৭তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আইজেএসও ২০২০ স্থগিত করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বিডিজেএসওর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এ বছর কোনো ভেন্যুতে অলিম্পিয়াড আয়োজন না করে অনলাইনে বিডিজেএসও আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের বিডিজেএসও-২০২০ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।

আয়োজনটির টাইটেল স্পনসর আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। এ ছাড়া সহযোগী হিসেবে আছে প্রথম আলো, নলেজ পার্টনার ম্যাসল্যাব, রেডিও পার্টনার ঢাকা এফএম ৯০.৪ ও ম্যাগাজিন পার্টনার মাসিক বিজ্ঞানচিন্তা।