রংপুরের পীরগাছা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার অন্নদানগর স্টেশন এলাকায় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী ট্রেনের একটি ইঞ্জিন অন্নদানগর স্টেশনের দক্ষিণ রেল ক্রসিং দিয়ে যাচ্ছিল। তখন ট্রেনের ইঞ্জিনটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ওই ক্রসিংয়ে কোনো গেট কিংবা ব্যারিয়ার নেই। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। অন্য চার যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়। শিশুসহ গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।