রাজধানীর বিমানবন্দরে বাসের চাপায় মো. সেলিম (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রাজধানীর দক্ষিণখান এলাকার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবদুর রহিমের ছেলে।
নিহত যুবকের ভাই আবু সায়েম ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বিকেল সাড়ে চারটার দিকে বিমানবন্দর এলাকায় একটি বাসে উঠতে যাচ্ছিলেন সেলিম। এ সময় পাশ দিয়ে আরেকটি বাস এসে তাঁকে চাপা দেয়। পরে পথচারীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাত ৮টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।