পাবনায় আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ও দুজন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৭২। আজ শুক্রবার সন্ধ্যায় জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে সদরে ৯ জন, সুজানগরে ৫, আটঘরিয়ায় ২ ও ঈশ্বরদীতে ৩ জন রয়েছেন।
জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন গত ১৬ এপ্রিল। ঈদের ছুটির পর গত মঙ্গলবার এক দিনে সর্বোচ্চ ১৩ জন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হন।
সিভিল সার্জন বলেন, নতুন শনাক্ত রোগীর অনেকের শরীরে তেমন উপসর্গ নেই। সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোয়ারেন্টিনে রেখে নমুনা পরীক্ষার পদক্ষেপ নেওয়া হচ্ছে।