সংক্ষেপ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী গ্রামে গতকাল মঙ্গলবার সকালে পুকুরের পানিতে ডুবে হাসানুর রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আয়াত আলী (আড়াই বছর) নামের আরেক শিশু আহত হয়েছে। নিহত হাসানুর রহমান উত্তর গোতামারী গ্রামের খলিলুর রহমানের ছোট ছেলে এবং আহত আয়াত তার চাচাতো ভাই। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় হাসানুরকে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে হাসানুর ও আয়াতকে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাসানুর মারা যায়। আয়াতকে ওই হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাতীবান্ধা থানার এসআই আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।