পাটকলশ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে আগুন জ্বালিয়ে অবরোধ করে আমিন জুট মিলের শ্রমিকেরা। এ সময় দুর্ভোগে পড়ে স্কুল ও অফিসগামী মানুষ। আমিন জুট মিল এলাকা, হাটহাজারী সড়ক, চট্টগ্রাম, ২ এপ্রিল।ছবি: জুয়েল শীল
জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে আগুন জ্বালিয়ে অবরোধ করে আমিন জুট মিলের শ্রমিকেরা। এ সময় দুর্ভোগে পড়ে স্কুল ও অফিসগামী মানুষ। আমিন জুট মিল এলাকা, হাটহাজারী সড়ক, চট্টগ্রাম, ২ এপ্রিল।ছবি: জুয়েল শীল

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা ও হাফিজ জুট মিলস এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকলশ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল আটটায় মিছিল নিয়ে শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসে পড়েন। সেখানে বক্তব্য দেন শ্রমিক নেতারা।

অবরোধের সময় দুটি স্থানে সীতাকুণ্ড থানার পুলিশ, শিল্প পুলিশ ও চট্টগ্রামের বিপুলসংখ্যক পুলিশ সদস্যও অবস্থান নেন।

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে আগুন জ্বালিয়ে অবরোধ করে আমিন জুট মিলের শ্রমিকেরা। হাটহাজারী সড়ক, চট্টগ্রাম, ২ এপ্রিল। ছবি: জুয়েল শীল

ছোট কুমিরা এলাকায় সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) জুলফিকার হোসেন বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে হাফিজ জুট মিলসের শ্রমিকেরা মিছিল বের করেন। মিছিল শেষে কারখানার সামনে সভা করে আজ মহাসড়ক অবরোধ ও ৭২ ঘণ্টা কারখানা অবরোধের কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে আমিন জুট মিলের শ্রমিকেরা। হাটহাজারী সড়ক, চট্টগ্রাম, ২ এপ্রিল। ছবি: জুয়েল শীল