দাবি বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পাটকলশ্রমিকদের অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শ্রমিকনেতারা।
আজ বৃহস্পতিবার রাতে এক বৈঠক শেষে শ্রমসচিব কে এম আলী আজম এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার কথা বাসসকে জানান।
আজ রাতে বৈঠক শেষে আগামী ১৫ দিনের মধ্যে মজুরী কমিশন-২০১৫ অনুযায়ী পাটকল শ্রমিকদের পে-স্লিপ প্রদান করা হবে বলে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী শ্রমিকনেতাদের আশ্বাস দিলে পাটকল শ্রমিকনেতারা অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন। ঢাকার জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পাঁচ দিন ধরে অনশনরত পাটকলে কর্মরত শ্রমিক লীগ, সিবিএ/নন সিবিএ শ্রমিকদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিল।
শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাটসচিব লোকমান হোসেন মিয়া, শ্রমসচিব কে এম আলী আজম ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।