পরীমনির ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওরফে অমির বিরুদ্ধে মাদক মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র দেওয়া হয়। অবশ্য এই মাদক মামলায় গ্রেপ্তার তিন নারীকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে পুলিশ।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া। তিনি বলেন, নাসির ইউ মাহমুদ ও অমির বিরুদ্ধে বিমানবন্দর থানায় করা মাদক মামলায় গত বৃহস্পতিবার সিএমএম আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তবে এই অভিযোগপত্র এখনো আদালতের কাছে উপস্থাপন করা হয়নি। মামলা থেকে তিন নারীকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে পুলিশ। খুব শিগগির আদালতের সামনে এই অভিযোগপত্র উপস্থাপন করা হবে।
চিত্রনায়িকা পরীমনি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, অমিসহ ছয়জনের বিরুদ্ধে গত ১৪ জুন সাভার থানায় মামলা করেন। এই মামলা রেকর্ডের দিন নাসির ইউ মাহমুদ, অমিসহ পাঁচজনকে রাজধানীর উত্তরা এলাকায় ১ হাজার ইয়াবা বড়ি, বিদেশি মদসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পরে পুলিশ নাসির ইউ মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করে। এই মামলায় তিন নারীকে গ্রেপ্তার করা হয়। পরে এ মামলায় নাসির ইউ মাহমুদ এবং তিন নারী জামিনে মুক্ত হন। অমি কারাগারে রয়েছেন।
এদিকে ৪ আগস্ট চিত্রনায়িকা পরীমনিকে তাঁর বনানীর বাসা থেকে বিদেশি মদসহ গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি এখন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে।