পরিবেশবান্ধব সিমেন্ট শিল্প স্থাপনে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, ‘জাতীয় উন্নয়ন কাঠামোর সঙ্গে সংগতি রেখে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এখনই সময় পরিবেশবান্ধব সিমেন্ট শিল্প স্থাপনের পদক্ষেপ নেওয়ার।’
তিন দিনব্যাপী আন্তর্জাতিক সিমেন্ট শিল্প সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এর আয়োজন হয়। ‘বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির (বিসিএমএ)’ সহযোগিতায় ইন্টারসেম এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে বাংলাদেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, সাইপ্রাস, মিশর, জার্মানি, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, জর্ডান, মাল্টা, নেপাল, নেদারল্যান্ডস, ওমান, পাকিস্তান, পর্তুগাল, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ভিয়েতনামের সিমেন্ট প্রস্তুতকারকরা অংশ নিচ্ছেন।
সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে নগরায়ণ, শিল্পায়ন, জ্বালানি ইত্যাদির চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশে সিমেন্ট শিল্পের প্রসার ও অগ্রগতির বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, ‘ওয়ান স্টপ সার্ভিস এবং অন্যান্য মৌলিক অবকাঠামো যেমন আধুনিক সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস, সুরক্ষা ইত্যাদি সুবিধা সহ সরকার সারা দেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। আমরা এই অর্থনৈতিক অঞ্চলে সবাইকে বিনিয়োগে স্বাগত জানাচ্ছি।’
অনুষ্ঠানে বিসিএমএ সভাপতি আলমগীর কবির, ইন্টারসেম প্রধান নির্বাহী ম্যালকম শেলবর্ন সহ দেশ-বিদেশের সিমেন্ট উৎপাদন শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, নির্বাহী এবং অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়সহ, বাংলাদেশ ও বিশ্বের সিমেন্ট শিল্পের ওপর বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে ধারণা লাভ এবং এ শিল্প সম্পর্কিত বাণিজ্যিক পূর্বাভাস জানতে বিভিন্ন অঞ্চলের সিমেন্ট শিল্পে কর্মরত নির্বাহীদের জন্য সম্মেলনটি একটি ফোরাম হিসেবে কাজ করবে বলে আশা করছেন আয়োজকেরা।
একটি বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী দেশ হওয়ার পাশাপাশি বাংলাদেশ বিশ্বের ৪০তম বৃহৎ সিমেন্টের বাজার এবং বিশ্বের বৃহত্তম ক্লিঙ্কার আমদানিকারক। একসময়ের সিমেন্ট আমদানিকারক বাংলাদেশ এখন সিমেন্ট রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের মধ্যে এ দেশ ১২ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সিমেন্ট রপ্তানি করেছে। ছোট-বড় মিলে দেশে ৪২টি সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে। দেশের বেশির ভাগ বড় প্রকল্পে বাংলাদেশে তৈরি সিমেন্ট ব্যবহৃত হচ্ছে।