নতুন পরিবহন আইন বাতিলের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসড়কের দক্ষিণ পাশে অবরোধ করেছেন পরিবহন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অবরোধ চলে। হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে সোয়া ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকেরা বলছেন, ইচ্ছা করে কেউ দুর্ঘটনা ঘটায় না। এভাবে জরিমানা দিয়ে গাড়ি চালানো যাবে না। ৫-১০ লাখ টাকা জরিমানা দেওয়া সম্ভব নয়। শ্রমিকদের কাছে এত টাকা নাই। দূরপাল্লার বাসচালক ইসমাইল হোসেন বলেন, ‘এত নিয়মকানুন মেনে গাড়ি রাস্তায় চালাব না। এই আইন বাতিল করতে হবে। গলায় ফাঁসির দড়ি নিয়ে গাড়ি চালাবে না পরিবহন শ্রমিকেরা।’
মোহাম্মদ জালাল নামের এক চালক বলেন, ‘আগের আইন বহাল করতে হবে। কেউ ইচ্ছা করে সড়কে দুর্ঘটনা ঘটায় না। দুর্ঘটনা ঘটলে তো চালকও মারা যায়। এসব আইন বাতিল করতে হবে।’
অবরোধের সময় আইন বাতিল চেয়ে শ্রমিকেরা স্লোগান দিতে থাকে। তখন ঢাক-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল ৯টার দিকে অফিসগামী যাত্রীদের পড়তে হয় বিড়ম্বনায়। কারখানার অনেক শ্রমিক অবরোধে আটকা পড়েন।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম প্রথম আলোকে বলেন, গাড়িচালকেরা এক ঘণ্টার মতো সড়ক অবরোধ করে রাখেন। তাঁদের বুঝিয়ে সড়ক খালি করে দিতে বলা হয়। তাঁরা কথা মেনে ১০টার পর সড়ক থেকে অবরোধ তুলে নেন। এখন যানচলাচল স্বাভাবিক।