সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে আজ রোববার সকাল ছয়টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এই ধর্মঘটের মধ্যে পথে নেমে চরম দুর্ভোগের মুখোমুখি রাজধানীবাসী। পথে পথে যাত্রীদের দুর্ভোগের চিত্র উঠে এসেছে প্রথম আলোর ক্যামেরায়।
সড়কে বাস নেই। তাই অসহায়ভাবে মেরুল বাড্ডার সড়কে যাত্রীদের অপেক্ষা। ছবি: প্রথম আলোপরিবহন ধর্মঘটের কথা জানতেন না এই ছাত্রী। ধানমন্ডি থেকে যাত্রাবাড়ী যাওয়ার অপেক্ষায় তিনি। ছবি: শেখ সাবিহা আলমবাস না পেয়ে পিকআপে করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। মেরুল বাড্ডা এলাকা। ছবি: প্রথম আলোযাত্রাবাড়ী চৌরাস্তায় যাত্রীদের ভিড়। সড়কে নেই গণপরিবহন। ছবি: জিয়া ইসলামবাস না পেয়ে রিকশাভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন কয়েক ব্যক্তি। মেরুল বাড্ডা এলাকা। ছবি: প্রথম আলোপরিবহন ধর্মঘটের কারণে আজ ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চলছে রিকশা। ছবি: শাকিলা হকবাস না পেয়ে অনেকেই রিকশাভ্যানে চেপে আজ গন্তব্যে যাচ্ছেন। ছবি: প্রথম আলোরিকশার দখলে সড়ক। বাবু বাজার সেতু এলাকা। ছবি: দীপু মালাকারগণপরিবহন না পেয়ে হাঁটছেন যাত্রীরা। বাবু বাজার সেতু এলাকা। ছবি: দীপু মালাকাররিকশা বা ভ্যানে যা-ই মিলছে, তাতে করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। বাবু বাজার সেতু এলাকা। ছবি: দীপু মালাকারগণপরিবহন না পেয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। বাবু বাজার সেতু এলাকা। ছবি: দীপু মালাকারপরিবহনশ্রমিকদের ধর্মঘটে স্থবির সায়েদাবাদ বাস টার্মিনাল। ছবি: আবদুস সালামযানবাহন না পেয়ে ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। যাত্রাবাড়ী এলাকা। ছবি: আবদুস সালামমহাখালী বাস টার্মিনালে থেমে আছে সব বাস। ছবি: আবদুস সালামটিকিট কাউন্টার বন্ধ। মহাখালী বাস টার্মিনাল। ছবি: আবদুস সালামযাত্রীদের বসার আসন ফাঁকা। মহাখালী বাস টার্মিনাল। ছবি: আবদুস সালাম