পত্রিকা মুঠোয় তো বিশ্ব মুঠোয়

ফারুক আহমেদ
ফারুক আহমেদ

আলোর দিকে ছুটে চলাই তো আমাদের যাপিত জীবনের স্বপ্ন। সে আলোর হতে পারে নানা রূপ, নানা অবয়ব। দিনের প্রথম আলোতে হাতে একটি সংবাদপত্র নিয়ে যখন নানামুখী আলোর খবর পড়তে থাকি, তখন সত্যিকার অর্থেই সারাটা দিন ঝলমলে হয়ে ওঠে।

বলছি প্রথম আলোর কথা। আজকের আধুনিক প্রযুক্তির যুগে এখনো আমরা খবরের কাগজটি হাতে নিয়ে পাতা উল্টিয়ে খবর পড়ি। আর সেই খবরে খুঁজে পাই আলোর সংবাদ; যেমন ‘সময়ের মুখ’। এক চিলতে আলো যেমন করে সমস্ত আঁধারকে আলোকিত করে তোলে, ঠিক তেমনি অনেক দুঃসংবাদ আর মন খারাপের মাঝেও ‘সময়ের মুখ’ শিরোনামে নতুন নতুন মানুষের জীবনসংগ্রাম ও সাফল্যের খবর ঠোঁটের কোণে আর মনের গভীরে হাসি ফুটিয়ে তোলে।

পেশাগত কারণেই দিনের বেশির ভাগ সময় অনলাইন নিউজ পোর্টাল, ই–মেইল, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের সঙ্গে কাটাতে হয়। কিন্তু খবরের কাগজ আমি নিয়মিতই পড়ি এবং সেটা প্রথম আলো। সকাল সকাল খবরের কাগজটা হাতে পেলেই মনে হয় যেন পুরো বিশ্বটাকেই আজ আমি জানতে পারছি, বুঝতে পারছি।

খবরের কাগজ মানেই সত্যের সন্ধান, তথ্যের সন্ধান, আলোর সন্ধান। আর প্রথম আলো মানেই রাতের অন্ধকার শেষে সূর্যোদয়ের আভায় দিনের শুভসূচনা।

ফারুক আহমেদ: নির্বাহী পরিচালক (প্রশাসন), এশিয়াটিক ইএক্সপি