ভোর থেকে বাস ও পণ্য পরিবহনে কর্মবিরতি শুরুর পর সারা দেশে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে কোনো পণ্য পরিবহন চলছে না। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ বুধবার রাতে বৈঠকে বসছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান বৈঠকের কথা প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, রাত আটটা থেকে ১০টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় এ বৈঠক হবে। বৈঠকে যোগ দিতে বাইরে থাকা সংগঠনের নেতারা ঢাকায় আসছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘এখনো সিদ্ধান্ত হয়নি, হলে আপনাদের জানানো হবে।’
নতুন সড়ক পরিবহন আইন স্থগিত রাখাসহ নয় দফা দাবিতে আজ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। তাঁরা নতুন সড়ক পরিবহন আইনের জরিমানার বিধান ও দণ্ডসহ কিছু ধারার সংশোধন চান।