নড়াইলে সুলতান উৎসব শুরু

নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের স্মরণে সুলতান উৎসব উপলক্ষে আজ নড়াইল জেলা শহরের মাছিমদিয়া এলাকায় শিল্পীর সমাধি চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের স্মরণে সুলতান উৎসব উপলক্ষে আজ নড়াইল জেলা শহরের মাছিমদিয়া এলাকায় শিল্পীর সমাধি চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিশুদের হাতে নানা রঙের পেনসিল। একমনে আঁকছে ছবি। কোনোটা মুক্তিযুদ্ধভিত্তিক, কোনোটা গ্রামীণ পটভূমিতে, আবার কোনোটা সুন্দরবনের বাঘ-হরিণের। চোখজুড়ানো এসব ছবি আঁকা হচ্ছে চিত্রশিল্পী এস এম সুলতানের স্মরণে সুলতান উৎসব উপলক্ষে।

আজ সকালে শিল্পী সুলতানের সমাধি চত্বরে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মো. লিয়াকত আলী। এ সময় জেলা প্রশাসক আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুণ্ডু, শিল্পী বলদেব অধিকারী, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ হানিফ, সুলতানের ভক্ত আসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় অতিথিরা শিশু-কিশোরদের নিয়ে চিত্রা নদীতে নৌকা ভ্রমণে বের হন।
শিল্পকলা একাডেমি দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে। উৎসব উপলক্ষে চমৎকার সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের নিয়ে চিত্রা নদীতে নৌকা ভ্রমণ, শিশু কর্মশালা, বিশেষ চাহিদাসম্পন্ন চিত্রশিল্পী মো. সাকী ও জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননাপ্রাপ্ত পাঁচজন চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন, বাউলগানের আসর, স্থানীয় কবিদের অংশগ্রহণে কবিতা পাঠের আসর, শিল্পী শাওন আকন্দের শিল্পী সুলতানের ওপর তথ্যচিত্র ‘আদম সুরত’–এর প্রদর্শনী, সংগীতানুষ্ঠান, অ্যাক্রোবেটিক প্রদর্শনী এবং আলোচনা সভাও আছে। কাল রোববার এই উৎসব শেষ হবে।