জয়পুরহাট-২ আসন

নৌকার সমর্থনে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী কাজী আবুল কাশেম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে সমর্থন দিয়েছেন। গতকাল শনিবার বিকেলে সাড়ে চারটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

কালাই উপজেলা জাপার সভাপতি এনামুল হকের পাঁচশিরা বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপজেলা জাপার সভাপতি এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেকেন্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

জাপার প্রার্থী কাজী আবু কাশেম বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে মহাজোটের স্বার্থে এলাকার উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে নৌকা প্রতীকে পূর্ণ সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আজকে থেকে জাপার নেতা-কর্মীরা নৌকা প্রতীকের পক্ষে কাজ করবেন।’