নোয়াখালীতে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৫ জন। যাঁদের বেশির ভাগই চৌমুহনীর বাসিন্দা। তার আগের দিন শনাক্ত হয়েছেন ১২ জন। এর মধ্যে একজন মৃত ব্যক্তির নমুনায় সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন নয়জন।
আজ মঙ্গলবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও গতকাল সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে নমুনা পরীক্ষার ওই তথ্য জানানো হয়। জেলা সিভিল সার্জনের কার্যালয় ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নতুন করে ৫৭ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাশ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, আজ দুপুরে তিনি ১০৭টি নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছেন। তাতে ৪৫টি নমুনার ফলাফল পজিটিভ পাওয়া গেছে। নমুনার ৪২ শতাংশেরই করোনা পজিটিভ।
অসীম কুমার দাশ বলেন, নতুন করে শনাক্ত হওয়া ৪৫ জনসহ উপজেলায় করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা এখন ২২৪ জন। যাদের প্রায় ৭০ শতাংশই চৌমুহনী পৌরসভা এলাকার বাসিন্দা। আবার নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশির ভাগই চৌমুহনী বাজারের ব্যবসায়ী। এটা খুবই উদ্বেগজনক বলে উল্লেখ করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম বলেন, নতুন করে শনাক্ত হওয়া ৪৫ জনের মধ্যে উপজেলা প্রশাসনে কর্মরত চতুর্থ শ্রেণির একজন কর্মচারী ও বেগমগঞ্জ থানার এক পুলিশ সদস্য রয়েছেন।
সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইতিমধ্যে চৌমুহনী পুলিশ ফাঁড়ির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ চৌধুরী। প্রথম আলোকে তিনি বলেন, ফাঁড়ির ২০ জন সদস্যের ১০ জনই করোনায় সংক্রমিত হয়েছেন। তাই আপাতত থানা থেকেই সব কাজ তদারকি করা হচ্ছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় করোনাভাইরাসে সর্বোচ্চ সংক্রমিত হয়েছে বেগমগঞ্জ উপজেলায় ২২৪ জন। পরের অবস্থান কবিরহাট উপজেলার ৫৪ জন, সদরে ৫২ জন, চাটখিলে ৩০, সোনাইমুড়ীতে ১৮ জন, সুবর্ণচরে ১২ জন, সেনবাগে ১১ জন, কোম্পানীগঞ্জে সাতজন ও হাতিয়া উপজেলায় ছয়জন। আর করোনায় মারা গেছেন এ পর্যন্ত ৯ জন। এর মধ্যে আটজনের করোনা শনাক্ত হয়েছে মারা যাওয়ার পর। একজন মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২৯ জন।