নোয়াখালীতে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তসহ দুজন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাতে চট্টগ্রামের বিআইটিআইডি থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়কে বিষয়টি নিশ্চিত করা হয়।
আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন মো. মমিনুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আক্রান্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোনাইমুড়ী উপজেলায় কর্মরত। করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তাঁকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ তাঁর ঢাকায় রওনা হওয়ার কথা। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত অপর স্বাস্থ্যকর্মী হলেন জেলার কবিরহাট উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (২৮)।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ওই হেলথ প্রোভাইডারের তেমন কোনো উপসর্গ এখনো দেখা যায়নি। তাঁর হালকা কাশি থাকায় গত ২৮ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। ওই স্বাস্থ্যকর্মীকে আপাতত বাড়িতে আইসোলেশনে রাখা হবে। এ ছাড়া তাঁর বাড়িটি লকডাউন করা হবে। পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
জেলা সিভিল সার্জন মো. মোমিনুর রহমান প্রথম আলোকে বলেন, এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮। এর মধ্যে মারা গেছেন দুজন।