জার্মানির লিন্ডাউ শহরে আগামী বছরের ২৮ জুন থেকে ৩ জুলাই নোবেল পুরস্কার বিজয়ীদের ৬৫তম সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সহযোগিতায় ২০০৭ সাল থেকে বাংলাদেশি শিক্ষার্থী, তরুণ শিক্ষক ও গবেষকেরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। এবারের সম্মেলনটি হবে পদার্থ, রসায়ন ও ফিজিওলজি অর মেডিসিন—এ তিন ভিন্ন বিষয়ে। সংশ্লিষ্ট বিষয়ের আগ্রহী ছাত্রছাত্রী, শিক্ষক ও গবেষকদের ২৫ অক্টোবরের মধ্যে www.lindau-bangladesh.org ওয়েবসাইটে আবেদনের জন্য অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।