নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম ফজলু মিয়া (৫৩)। তিনি কৃষিকাজ করতেন। ফজলু মিয়া উপজেলার সাবানীয়াকান্দা গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। এ সময় ফজলু মিয়া তাঁর ঘর থেকে ছাতা নিয়ে বাড়ির সামনে যান। হঠাৎ বজ্রপাতে তাঁর শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে।