নীলক্ষেতে আগুনে পুড়ল বই, পুঁজি হারিয়ে দোকানির কান্না

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি
ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর নীলক্ষেতে বইয়ের বাজারে আগুন লেগে দুই ডজনের বেশি দোকান পুড়ে গেছে। আজ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আগুন লাগার পরে প্রাণ বাঁচাতে দোকান ছেড়ে সড়কে এসে দাঁড়ান বই ব্যবসায়ীরা। সেখানে মো. ফিরোজ মিয়া নামের একজন ব্যবসায়ী সড়ক বিভাজকের ওপরে দাঁড়িয়ে কান্না করছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, দেড় থেকে দুই লাখ টাকার বই ছিল দোকানে। আগুন লাগার পর কোনোরকম শ খানেক বই নিয়ে দোকান থেকে তিনি বের হতে পেরেছেন।

আগুনের লেলিহান শিখায় নীলক্ষেত এলাকার আকাশ কালো হয়ে যায়। কবির পাবলিকেশনস নামে একটি বইয়ের দোকানের মালিক শাহিন বলেন, মার্কেটের ভেতরের অন্তত ১০ সারি দোকান পুড়ে গেছে বলে তাঁরা আশঙ্কা করছেন।

কোনোরকমে শ খানেক বই বাঁচিয়ে সড়কে দাঁড়িয়ে রয়েছেন ব্যবসায়ী ফিরোজ মিয়া

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, আগুনে ৩০ থেকে ৩৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁদের ধারণা। তিনি বলেন, মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। সেখানে কোনো একটি দোকানে বৈদ্যুতিক কিছু চালিয়ে রাখা হয়েছিল। সেখান থেকেই আগুন লাগতে পারে।

তবে রাকিব হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, নিচতলার একটি দোকানে মেরামতের কাজ চলছিল। হঠাৎ সেখানে আগুনের ফুলকি দেখতে পান। দোকান থেকে কেউ একজন চিৎকার করে বলেন, কাটআউটটা নামা। এর পরপরই আগুন ছড়িয়ে পড়ে।

নিউমার্কেট-নীলক্ষেত এলাকায় আজ সাপ্তাহিক ছুটির কারণে বইয়ের বাজারসহ অন্যান্য দোকান বন্ধ থাকে। কিন্তু বই বিক্রির মৌসুম হওয়ায় আজও বইয়ের দোকান খোলা রাখা হয় বলে একাধিক ব্যবসায়ী জানিয়েছেন।