রাজধানীর খিলগাঁও এলাকায় উড়ালসড়ক থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেছে দুই কিশোরের। শুক্রবার বিকেল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই দুই কিশোর হলো তাজউদ্দিন হোসেন তুহিন (১৭) ও আব্দুল্লাহ আল নোমান (১৬)। দুজনের বাসা রাজধানীর বাসাবোর ওয়াহাব কলোনি এলাকায়।
তুহিন ওয়াহাব কলোনির বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে। সে কদমতলী পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে পড়ত। আর কদমতলী পূর্ব বাসাবো এলাকার মো. শেখ আহমেদ মজিদের ছেলে নোমান। সে রাজধানীর ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশের মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপকমিশনার মোনালিসা বেগম প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলটিতে চালকসহ দুজন ছিল। তারা মোটরসাইকেল চালিয়ে উড়ালসড়ক দিয়ে খিলগাঁও হয়ে কমলাপুরের দিকে যাচ্ছিল। ১০০ কিলোমিটারের বেশি গতিতে মোটরসাইকেলটি চলছিল। উড়ালসড়কের ঢাল দিয়ে নামার সময় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী দুই ছেলে ঘটনাস্থলেই মারা যায়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালসড়কের মাঝখানের বিভাজকের সঙ্গে মোটরসাইকেলটির প্রচণ্ড জোরে ধাক্কা লাগে। পরে মোটরসাইকেলটি উড়ালসড়ক দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সবুজবাগ থানা-পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।