চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন-বিস্ফোরণের ঘটনায় নিহত-নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।
সিআইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি পরিবারের দুজনের কাছ থেকে নমুনা নেওয়া হবে। নমুনা হিসেবে অন্তত দুজন স্বজনের রক্ত নেওয়া হচ্ছে।’
কার্যক্রমের শুরুতে তিনজনের নমুনা নিতে দেখা যায়। নমুনা দেওয়ার জন্য সারিতে আরও কয়েকজন দাঁড়িয়ে ছিলেন।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘নমুনা সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত নমুনা বিশ্লেষণ সময়সাপেক্ষ কাজ। এতে কিছুদিন সময় লাগবে।
আনোয়ার হোসেন আরও বলেন, নমুনা বিশ্লেষণের ফলাফল পাওয়া পর্যন্ত লাশ কী করা হবে, তা নিয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
ডিআইজি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জনের লাশ এসেছে। তার মধ্যে ২২ জনের লাশ শনাক্ত করা গেছে।
বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় নিহত মানুষের সংখ্যা নিয়ে তিন রকমের তথ্য পাওয়া গেছে। কেউ বলছে এই সংখ্যা ৪৯, কেউ বলছে ৪৬, আবার কেউ বলছে ৪১।
গত শনিবার রাত নয়টার দিকে ডিপোতে আগুন লাগে। পরে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের প্রায় আড়াই বর্গকিলোমিটার এলাকা।
আজ সোমবার সকাল নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস বলছে, তারা সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ সম্পর্কিত আরও পড়ুনঃ