ইসি সচিব

নির্বাচনে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার হবে

আগামী সংসদ নির্বাচনে শহর এলাকায় সীমিত পরিসরে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালু্দ্দীন আহমদ। 

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব বলেছেন, আরপিও সংশোধন হয়তো হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে আমরা ইভিএম ব্যবহার করব।
হেলালুদ্দীন আহমদ বলেন, যখন ইভিএম প্রযুক্তি আনা হয়, তখন অনেক সমালোচনা হয়। প্রদর্শনীতে এসে নিজেরা দেখুন খারাপ কি ভালো। জনপ্রিয়তা বাড়াতে এবং ভুলভ্রান্তি ভাঙাতে প্রদর্শনীর আয়োজন করা হয়। ভোটকে তারা উৎসব মনে করে। ভোটকে ভীতির মধ্যে রাখতে চাই না।
তিনি বলেন, নতুন প্রযুক্তি যখন আসে, মানুষের মনে সন্দেহ আসে। শুরুতে মানুষের মনে প্রযুক্তি নিয়ে ভয় থাকে, পরে প্রযুক্তি ছাড়া চলতে পারে না।
ইভিএমের কারণে ভোটে সহিংসতা কমে যাবে উল্লেখ করে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেন, ভোটকেন্দ্র দখলের ওই যুগ শেষ হয়ে যাবে। মেশিন নিয়ে গেলেও কিছু হবে না। অটোমেটিক ভোট বন্ধ হয়ে যাবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনু্ষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্তি বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, পুলিশ সুপার নূরে আলম মিনা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।