রাজশাহীর বাগমারা উপজেলায় নিজের ট্রলির (ট্রাকের আদলে তৈরি যান) নিচে চাপা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাগমারার শিবজাইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মোহন হোসেন (১৯)। তিনি পুঠিয়া উপজেলার খোকশা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোহন হোসেন ইট বহনের জন্য নিজের ট্রলি নিয়ে বাড়ি থেকে বাগমারায় আসছিলেন। সকাল সাতটার দিকে তিনি শিবজাইটে পুঠিয়া-ভবানীগঞ্জ সড়কে পৌঁছালে ট্রলির নিয়ন্ত্রণ হারান। ওই সময় ট্রলিটি উল্টে এর নিচে চাপা পড়েন তিনি। স্থানীয় লোকজন তাঁকে ট্রলির নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) নিয়ামুল হক এই দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, মোহন নিজেই ট্রলির চালক ও মালিক ছিলেন। পরিবারের কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।